অজ্ঞান পার্টির কবলে পুলিশ
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন মো. জাবেদ (২৮) নামের এক পুলিশ কর্মকর্তা। সে চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) কনস্টেবল হিসেবে কর্মরত। শুক্রবার দুপুরে এঘটনা ঘটে।
জানা গেছে, দুপুরে চট্টগ্রাম থেকে ঢাকায় আসার সময় তূর্ণা নিশিতার ট্রেন থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাবেদের জ্ঞান এখনো ফিরেনি। জ্ঞান ফিরলে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। জাবেদের প্যান্টের পকেটে থাকা পরিচয়পত্রে দেখে ঢামেক কর্তৃপক্ষ তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছে।
এআর/এএইচ/এমএস