কুমিল্লায় মুক্তিপণ আদায়ের ২১ দিন পর অস্ত্রসহ অপহরণকারী গ্রেফতার
কুমিল্লায় নজরুল ইসলাম নামে স্বাস্থ্য বিভাগের এক কর্মচারীকে অপহরণ করে ৪ লাখ টাকা মুক্তিপণ আদায়ের ২১ দিন পর হেদায়েত উল্লাহ সাগর নামে এক অপহরণকারীকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোর রাতে জেলার বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রামে ওই অভিযান চালায় তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
জানা যায়, গত ১৫ জানুয়ারি বিকালে কুমিল্লা নগরীর বাদুরতলা এলাকা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে কুমিল্লা জেনারেল হাসপাতালের ওয়ার্ড মাস্টার নজরুল ইসলামকে (৩৯) একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে। পরে তাকে জেলার বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রামে ওই অপহরণকারীদের আস্তানায় নিয়ে রাতভর তার উপর অমানবিক নির্যাতন চালায় অপহরণকারীরা। এসময় আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য সামনে রেখে অপহরণকারীরা নজরুল ইসলামের ছবি তুলে তা ইন্টারনেটে প্রচার ও প্রশাসনের কাছে সরবরাহসহ হত্যার হুমকি দিয়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে অপহরণকারীরা মোবাইল ফোনে নজরুলের স্ত্রীর সঙ্গে কথা বলে ৪ লাখ টাকায় তার স্বামীকে ছেড়ে দিতে রাজি হয়।
এসআই সহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর রাতে অভিযান চালিয়ে ১টি শুটারগান ও ১টি চাপাতিসহ সাগরকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে সাগর ওয়ার্ড মাস্টার নজরুলকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের কথা স্বীকার করে। এছাড়া চক্রের অন্যতম সদস্য মিজান, সুমন ও টুটুলসহ জড়িতদের নাম প্রকাশ করেছে। এ ব্যাপারে কোতয়ালী মডেল থানায় অপহরণ ও বুড়িচং থানায় অস্ত্র আইনে পৃথক ২টি মামলা হয়েছে। ওই চক্রের সদস্যদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।
মো. কামাল উদ্দিন