এমপি হান্নানের জামিন খারিজ
মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহ (ত্রিশাল-৭) এর জাতীয় পার্টির সংসদ সদস্য এমএ হান্নান ও তার ছেলে রফিক আজাদের জামিন আবেদন খারিজ করেছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
ট্রাইব্যুনালে আজ রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউর সুলতান মাহমুদ সীমন ও রেজিয়া সুলতানা চমন। অপরদিকে আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মিজানুল ইসলাম ও এসএম শাজাহান।
এর আগে গত ২৫ জানুয়ারি সংসদ সদস্য এমএ হান্নান ও তার ছেলে রফিক আজাদ ট্রাইব্যুনালে জামিন আবেদন করেন।
গত বছরের ১৯মে হান্নানসহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করেন শহীদ মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমানের স্ত্রী রহিমা খাতুন।
মামলাটি আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহসান হাবিব।
মামলায় জাতীয় পার্টির সংসদ সদস্য এম এ হান্নান ছাড়াও জামায়াত নেতা ফকরুজ্জামান ও শহরতলীর গলগণ্ডা এলাকার গোলাম রব্বানীকে আসামি করা হয়।
মামলায় অভিযোগ করা হয়, ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনীকে সক্রিয় সহায়তার লক্ষ্যে এম এ হান্নান ছিলেন ময়মনসিংহ জেলা শান্তি কমিটির সাধারণ সম্পাদক। ফকরুজ্জামান ও গোলাম রব্বানি আলবদর বাহিনীর সশস্ত্র সদস্য হিসেবে হান্নানের সহযোগী ছিলেন।
এফএইচ/এআরএস/আরআইপি