চট্টগ্রামে অগ্নিদগ্ধ হয়ে ৫২ ছাগলের মৃত্যু


প্রকাশিত: ০৫:২৪ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬

চট্টগ্রাম অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে ৫২ ছাগল। বৃহস্পতিবার ভোর পাঁচটায় নগরীর দেওয়ানহাট পোস্তারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, পোস্তারপাড় রেললাইনের পাশে উপরে টিনের ছাউনি এবং বাঁশের বেড়া দিয়ে দু’জন মালিক দু’টি খামারের মতো ঘর বানিয়েছিলেন।  দু’টি ঘরে প্রায় শ’খানেক ছাগল ছিল। এর মধ্যে অর্ধশতাধিক ছাগল মারা গেছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর ফজলুল কাদের খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিড়ি-সিগারেটের জ্বলন্ত অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আগ্রাবাদ থেকে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ঘটনাস্থলে যায়।  ভোর ৬টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও ৫২টি ছাগলকে বাঁচানো সম্ভব হয়নি।  দগ্ধ হয়ে ছাগলগুলো ঘরের ভেতরেই প্রাণ হারায়।

আগুনে কোন মানুষ হতাহত না হলেও ৫২টি ছাগল পুড়ে মারা যাওয়ায় দুই মালিকের প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস সূত্র।

জীবন মুছা/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।