বইমেলার তৃতীয় দিনে ৬৩টি নতুন বই


প্রকাশিত: ০২:০৬ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

অমর একুশে বইমেলার তৃতীয় দিনে (বুধবার) মেলায় ৬৩টি নতুন বই এসেছে। বইমেলার বিভিন্ন স্টলে পাওয়া যাচ্ছে এসব বই। বাংলা একাডেমির গণসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর মধ্যে গল্প গ্রন্থ ১৩টি, উপন্যাস ১২টি, প্রবন্ধ ৪টি, কবিতা ১০টি, গবেষণা ২টি, ছড়া ২টি, শিশুসাহিত্য ৬টি, জীবনী ১টি, রচনাবলি ১টি, মুক্তিযুদ্ধ ২টি, ভ্রমণ ১টি, ইতিহাস ১টি এবং অন্যান্য রয়েছে ৮টি।

* তৃতীয় দিনে নতুন ৬৩টি বইয়ের তালিকা

এএসএস/এমএম/এমএইচ/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।