৬ ফেব্রুয়ারি ‘দেশটাকে পরিষ্কার করি দিবস’
গতবছরের মতো এবারও ‘দেশটাকে পরিষ্কার করি দিবস’উদযাপন করবে সামাজিক সংগঠন পরিবর্তন চাই। গতবছরে এ দিবস ৩ জানুয়ারি পালন করা হলেও সংগঠনটি এ বছর ৬ ফেব্রুয়ারি দিবসটি পালনের সিদ্ধান্ত নিয়েছে। আর তা হবে গতবারের চেয়েও বড় পরিসরে।
বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনটির চেয়ারম্যান ফিদা হক বলেন, পরিবর্তন চাই-এর উদ্যোগে প্রথমবারের মতো ‘দেশটাকে পরিষ্কার করি দিবস’ উদযাপন করা হয় গতবছরের ৩ জানুয়ারি। ওই অভিযানে দেশের ৪৩টি জেলায় ২০ হাজারের বেশি স্বেচ্ছসেবক অংশগ্রহন করেন। তারা বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাদের বাসা বা অফিসের সামনে উন্মুক্ত স্থানে পরিচ্ছন্নতা এবং সচেতনতা তৈরির অভিযান চালান।
ফিদা হক বলেন, ২০১৬ সালে আমরা আরো বড় পরিসরে এ অভিযান আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছি। অভিযানের অংশ হিসাবে সারাদেশে নতুন করে ১ হাজার ডাস্টবিন বসানো হবে।
এবার ৬৪টি জেলাতেই অভিযান চালানো হবে বলেও জানান তিনি। এতে কাজ করবেন এক লাখ স্বেচ্ছাসেবী।
এএস/এনএফ/পিআর