বইমেলায় পর্যাপ্ত নিরাপত্তা নেয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী


প্রকাশিত: ০১:৩২ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৬

বইমেলায় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষতি ঘটনা রোধে পর্যপ্ত নিরাপত্তা নেয়া হয়েছে বলে সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে পীর ফজলুর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, সব ধরনের বড় অনুষ্ঠানের আগে আমরা আইন-শৃঙ্খলা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক করে থাকি। বইমেলা উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমরা বৈঠক করেছি। সেখানে আমাদের ডিএমপি, গোয়েন্দা বাহিনীও ছিল। এছাড়া আমরা মেলা উপলক্ষে সিসি টিভি ক্যামেরা বসিয়েছি। মোটকথা বই মেলা উপলক্ষে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে এসব বাহিনী সর্বদা সতর্ক রয়েছে।  

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিসি ক্যামেরা সর্বক্ষণ মনিটরিং করা হবে। এছাড়া সাদা পোশাকে আমাদের গোয়েন্দা বাহিনী মেলায় থাকবে। যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

বিদেশি কারাগারে বন্দী ১৩ হাজার ২৪ জন
নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লার অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশে বাংলাদেশি দূতাবাস থেকে পাওয়া তথ্য অনুসারে, বিভিন্ন দেশে আটক ও বিচারাধীন বাংলাদেশি নাগরিকের সংখ্যা ১৩ হাজার ২৪ জন। তবে আরো কিছু বাংলাদেশি নাগরিক বিভিন্ন দেশের কারাগারে আটক থাকতে পারেন। এ বিষয়ে দূতাবাসগুলো সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগের মাধ্যমে হালনাগাদ তথ্য সংগ্রহের চেষ্টা করছে।

মানব পাচার বন্ধে ব্যবস্থা
পিরোজপুর-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মো. রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’১৫) মানবপাচার অপরাধে ৫৮৫টি মামলা দায়ের হয়েছে। গত অর্থবছরে (২০১৪-১৫) মানবপাচারের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধে ৮৭৭টি মামলা দায়ের হয়।
 
আসাদুজ্জামান খান কামাল বলেন, গত দুই বছরে ‘মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২’ এর অধীনে রুজ্জুকৃত মামলাসমূহ তদন্ত শেষে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মোট ৫৭৬টি মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

আইন-শৃঙ্খলা বাহিনীতে নারী বাড়ছে
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের বিশৃঙ্খলা রোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি, তাদেরকে উন্নত প্রশিক্ষণ প্রদান এবং প্রয়োজনীয় সরঞ্জমাদি সরবরাহ করা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীতে নারী সদস্য বাড়ানোর জন্য আমরা আন্তরিক। পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীতে নারীদের নিয়োগ দেয়ার জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা দিয়েছে।

এছাড়া গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় নজরদারি বাড়াতে সিসি ক্যামেরা স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
 
এইচএস/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।