পরীক্ষার্থীকে যৌন হয়রানি : ৪ বখাটের বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ০৮:৪৬ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৬

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এসএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে চার বখাটে যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ছাত্রীর বাবা বাদী হয়ে পলাশবাড়ী থানায় সোমবার রাত পৌনে ১২টার দিকে মামলাটি দায়ের করেন।

ওই চার যুবক হলেন, পলাশবাড়ী উপজেলার দিঘলকান্দি গ্রামের আইয়ুব আলীর ছেলে রায়হান (২৩), একই গ্রামের আব্দুল কদ্দুস মিয়ার ছেলে গোলাম রব্বানী (২২), শিবরামপুর গ্রামের শাহনুর ইসলামের ছেলে রুহুল আমিন (২৪) ও পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার চকশোলাগাড়ী গ্রামের মাহফুজার রহমানের ছেলে ফারুক (২২)।

পরীক্ষা দিয়ে ওই ছাত্রী বাড়ি ফেরার পথে পলাশবাড়ী উপজেলার আমলাগাছী গ্রাম এলাকায় সোমবার দুপুরে চার যুবক পথরোধ করে যৌন হয়রানী করে। এসময় স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে সোর্পদ করে।

পুলিশ ও এলাকাবাসী জানান, সাতারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী পলাশবাড়ীর ফকিরহাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে ওই ছাত্রী নিজ বাড়িতে ফিরছিল। পথে আমলাগাছী এলাকায় ওই ছাত্রীকে পথরোধ করে চার বখাটে । এসময় তারা ওই ছাত্রীকে অশ্লীল কথা বলে হাত ও ওড়না ধরে টানা হেঁচড়া করে।

পরে ঘটনার স্বীকার ওই ছাত্রী চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ওই চার বখাটে যুবককে আটক করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. ফিরোজ কবীর জাগো নিউজকে জানান, ওই ছাত্রীর বাবা বাদী হয়ে চার বখাটে যুবককে আসামি করে পলাশবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা করেছেন। আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

অমিত দাশ/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।