মিটারে না চলায় ৯৩৩ সিএনজির বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ০৩:৩০ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬

চট্টগ্রামে পূ্র্ব ঘোষণা অনুযায়ী মিটারে না চলার দায়ে ৯৩৩ সিএনজি চালিত অটোরিকশার বিরুদ্ধে মামলা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। বিকেলে শুরু হওয়া অভিযানে এসব অটোরিকশার বিরুদ্ধে মামলা দায়ের করে সিএমপির ট্রাফিক বিভাগ।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) একেএম শহীদুর রহমান জানিয়েছেন, বিকেল ৩টা পর্যন্ত ট্রাফিক বিভাগের উত্তর জোনে সাড়ে পাঁচশ এবং বন্দর জোনে ৩৮৩টি অটোরিকশার বিরুদ্ধে মামলা হয়েছে।

তিনি আরো জানান, মিটারবিহীন সিএনজি অটোরিকশার বিরুদ্ধে নিবন্ধনের শর্ত অনুযায়ী সরকারি নির্দেশ অমান্য করার দায়ে মামলা করা হচ্ছে।  তাদের পাঁচদিনের মধ্যে স্ব স্ব ট্রাফিক কার্যালয়ে যোগাযোগ করে জরিমানা দিয়ে মামলা নিষ্পত্তির নির্দেশ দেয়া হচ্ছে।
তিন-চারবার আইন লঙ্ঘন করলে পরবর্তীতে রেজিস্ট্রেশনের শর্তমতে গাড়ি জব্দ করা হবে।
 
প্রসঙ্গত, তিন মাস আগে থেকে চট্টগ্রম মহানগরীতে মিটারে অটোরিকশা চলাচল বাধ্যতামূলক ঘোষণা করা হলেও মিটার সংযোজনের জন্য বারবার সময় বাড়ানো হয়।  তবে সর্বশেষ ১ ফেব্রুয়ারি থেকে মিটারে অটোরিকশা চলাচলের বিষয়ে অনড় অবস্থান নেয় পুলিশ।

জীবন মুছা/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।