গ্রন্থমেলার প্রথমদিনেই নিয়ম ভাঙলো প্রকাশকরা


প্রকাশিত: ০৩:১৭ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬

অমর একুশে গ্রন্থমেলার প্রথমদিনেই (সোমবার) নিয়ম ভাঙলো লেখক-প্রকাশকরা। ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা রাখার নির্দেশনা থাকলেও সোমবার রাত সাড়ে ৮টার পরে স্টল গোটাতে দেখা গেছে সংশ্লিষ্টদের।

তবে স্টল গোটাতে তাগাদা দিতে সন্ধ্যা সাড়ে ৭টা এবং রাত পৌনে ৮টায় দুইবার সাইরেন বাজানোর কথা থাকলেও তা করেননি মেলা কর্তৃপক্ষ। ফলে সাইরেন না বাজায় এবং মেলার প্রথমদিন হওয়ায় এ নিয়ম ভঙ্গ হয়েছে বলে দাবি করেন স্টল সংশ্লিষ্টরা।
 
মেলাপ্রাঙ্গণ ঘুরে দেখা যায়, নিরাপত্তার কথা মাথায় রেখে অমর একুশে গ্রন্থমেলার কার্যক্রম ছুটির দিন ছাড়া বাকি দিনগুলোতে ৮টার মধ্যেই বন্ধ করে দেয়ার কথা। মেলার প্রথমদিনে (সোমবার) এ নির্দেশনা মেনে বাংলা একাডেমি চত্বরের স্টলগুলো বন্ধ হলেও সোহরাওয়ার্দী উদ্যানের স্টলগুলো রাত ৮টা ২০ মিনিটের দিকেও খোলা দেখা যায়। অথচ সন্ধ্যা সাড়ে ৭টায় সতর্ক করে একবার সাইরেন বাজানোর কথা এবং রাত পৌনে ৮টায় চূড়ান্তভাবে সাইরেন বাজলেই রাত ৮টার আগে সকল স্টল বন্ধ এবং আলো নিভিয়ে দেওয়ার কথা। কিন্তু প্রথমদিনেই নির্দিষ্ট সময়ে স্টলগুলো বন্ধ করতে ব্যর্থ হয়েছেন প্রকাশকরা।

স্টলগুলো নির্দিষ্ট সময়ে কেনো বন্ধ করা হয়নি জানাতে চাইলে সংহতি প্রকাশনীর স্টলে থাকা এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সাইরেন শোনা যায়নি এবং লাইটও বন্ধ করা হয়নি।’

প্রথমদিনতো! স্টল সাজাতেই অনেক সময় গেছে, তাই একটু সময় দরকারও ছিলো বটে। যোগ করেন তিনি।  

অমর একুশে গ্রন্থমেলার সমন্বয়কারী জালাল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাইরেন মঙ্গলবার থেকে বাজবে এবং ৮টার মধ্যেই লাইটসহ সকল স্টলও বন্ধ করে দেয়া হবে।

এএসএস/এমএইচ/একে   

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।