সিলেটে বর্ণমালার মিছিলে ভাষার মাস বরণ


প্রকাশিত: ০৯:৫৬ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬

সিলেটে প্রতি বছরের মতো এবারো বর্ণমালার মিছিলের মধ্যদিয়ে ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করে নিয়েছে সম্মিলিত নাট্যপরিষদ।

সোমবার দুপুরে সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণমালার মিছিল শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

বর্ণমালার মিছিলের উদ্বোধন করেন, ভাষা সৈনিক অধ্যাপক ইমেরিটাস মো. আব্দুল আজিজ। মিছিলে উপস্থিত ছিলেন, উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি ব্যারিস্টার আরশ আলী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল আজাদ, আবৃত্তিকার মোকাদ্দেস বাবুল, সম্মিলিত নাট্যপরিষদ সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত প্রমুখ।

Sylhet-Bornomalar-Michil

৫২`র ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণে আয়োজিত বর্ণমালার মিছিলে ছিল দেশাত্মবোধক গান। বাংলা বর্ণমালার প্রতিটি অক্ষরকে তোলে ধরা এই মিছিলে। মিছিলে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন।

মিছিল শেষে সম্মিলিত নাট্যপরিষদ ও ছন্দনৃত্যালয় শহীদ মিনারে পরিবেশন করে ভাষার গান ও নৃত্যালেখ্য। স্মরণ করা হয় মায়ের ভাষার জন্য প্রাণ বির্সজন দেয়া বীর সেনানীদের।

সম্মিলিত নাট্যপরিষদ, সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত জানান, এই ধারাবাহিকতায় পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে সিলেটের বিভিন্ন সংগঠন নানান অনুষ্ঠানমালায় কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে ভাষা শহীদদের।

ছামির মাহমুদ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।