প্রযুক্তি খাতে নতুন সংগঠন ‘বিডিএইচপিএ’
প্রযুক্তি খাতে নতুন সংগঠন হিসেবে যাত্রা শুরু করেছে ‘বাংলাদেশ ডোমেইন হোস্টিং প্রোভাইডার অ্যাসোসিয়েশন’ বা সংক্ষেপে ‘বিডিএইচপিএ’। সম্প্রতি এক মতিবিনিময় সভায় সালেহ আহমেদকে (হোস্ট পেয়ার) সভাপতি ও শাকিল আরেফিনকে (বিডি সফট) সাধারণ সম্পাদক করে গঠণতন্ত্র অনুসারে কমিটি ঘোষণা করা হয়েছে।
৯ সদস্যের অস্থায়ী কমিটিতে অন্যান্য পদে রয়েছেন- সহ-সভাপতি শাহাদাত হোসেন (স্পীড হোস্ট), যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী (সাইট নেম বিডি), কোষাধ্যক্ষ তুহিন রহমান (পয়েন্ট বিডি) এবং পরিচালক পদে জোবায়ের আলম বিপুল (হোস্ট মাইট), এম এইচ মেহেদী (ধ্রুব হোস্ট), ইউসুফ আল আজাদ (অ্যাজন কোড) এবং মোহাম্মদ মনিরুজ্জামানকে নির্বাচিত করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি সালেহ আহমেদ জানান, ডোমেইন এবং হোস্টিং ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করার লক্ষ্যে সংগঠনটির যাত্রা শুরু। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি ডোমেইন এবং হোস্টিং ব্যবসার ক্ষেত্র তৈরিতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা, ডোমেইন, হোস্টিং ব্যবসার মান উন্নয়নে এ সংগঠন কাজ করবে।
আরএস/আরআইপি