মুক্তিযুদ্ধে শেখ হাসিনার কোনো অবদান নেই : শাহ্ মোয়াজ্জেম


প্রকাশিত: ০৯:৪৩ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬
ফাইল ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ্ মোয়াজ্জেম হোসেন বলেছেন, ‘স্বাধীনতা যুদ্ধে শেখ হাসিনার কোনো অবদান নেই, কিন্তু খালেদা জিয়ার অবদান আছে। যুদ্ধের সময় তিনি (খালেদা) জেল খেটেছেন। তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সরাসরি যুদ্ধ করেছেন। এছাড়া তিনি (জিয়াউর রহমান) আওয়ামী লীগকে আওয়ামী লীগ করার পারমিশন (অনুমতি) দিয়েছেন।

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ঢাকার বাসভবনে হামলার প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে শাহ্ মোয়াজ্জেম বলেন, দেশের পুলিশ বিভাগসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয় অঙ্গ সংগঠনে পরিণত করেছেন শেখ হাসিনা। এর আগে ইয়াহিয়া, আইয়ূব খানেরা কি পেরেছেন? দুনিয়ার কোনো জালেম পেরেছে? আপনিও (প্রধানমন্ত্রী) এভাবে ক্ষমতায় টিকে থাকতে পারবেন না।

বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, এসব কারণে দেশের অবস্থা ভয়াবহ। সারা পৃথিবীর মানুষ দেখছেন আপনি (শেখ হাসিনা) কী করছেন? আপনি (শেখ হাসিনা) বিনা ভোটে জবর দখল করে ক্ষমতায় রয়েছেন। অধিকার ও গণতন্ত্র পুনুরুদ্ধার করতে দলের নেতাকর্মীদের খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে জিয়ার সৈনিকদের দায়িত্ব নিতে হবে।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বক্তব্যের সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ্ মোয়াজ্জেম বলেছেন,  ‘আপনি (কামরুল) বলেছেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে মামলা দেওয়া হবে।’ আপনি তো মামলা বিভাগের মন্ত্রী না; পোকায় খাওয়া বিভাগের মন্ত্রী, তাহলে কিভাবে এ কথা বলেন?’

নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আবুল বাসারের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-মহিলা বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা প্রমুখ।

এমএম/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।