চলচ্চিত্রে পরিচ্ছন্নতা দিবস চাই
বছরে প্রায় প্রতিদিনই কোনো না কোনো দিবস পালিত হচ্ছে। তার প্রতিটিই কোনো না কোনো দিক থেকে অর্থবহ। তবে অবাক করা ব্যাপার হলো পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে বিশ্ব জুড়ে অগণতি মানুষ রোগ শোকে ভুগলেও এমন গুরুত্বপূর্ণ একটি বিষয়কে হাইলাইট করতে কোনো দিবস নেই।
তাই বছরের একটি দিনকে পরিষ্কার পরিচ্ছন্ন দিবস হিসেবে পালন করতে কাজ করে চলেছেন কিছু মানুষ ও তাদের সংগঠন। ‘পরিবর্তন চাই’ নামের একটি সংগঠন বিষয়টিকে সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। সেই লক্ষ নিয়েই তারা যুক্ত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমি একজন পাগল বলছি’র সঙ্গে। ছবিটি নির্মাণ করেছেন রায়হান রাফী।
সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে এটি। প্রকাশের পরপরই ভাইরাল হয়ে গিয়েছে চলচ্চিত্রটি। এরইমধ্যে তিন মিনিট কুড়ি সেকেন্ডের ভিডিওটি দেখে ফেলেছেন নব্বই লাখেরও বেশি দর্শক।
চলচ্চিত্রে দেখা যায়, শহরময় ঘুরে সবাইকে পরিস্কার পরিচ্ছন্নতা দিবস পালনের আহ্বান জানাচ্ছেন এক বৃদ্ধ। কিন্তু কেউ তাতে কর্ণপাত করছে না। সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত। নাছোড়বান্দা সেই ফরিদ চাচা পুলিশ থেকে নগরপিতা সবার কাছেই ছুটে গিয়েছেন একটি মাত্র আবদার নিয়ে। বিনিময়ে মিলেছে দারোয়ানের গলা ধাক্কা আর পাগলের খেতাব। অগত্যা আবারো প্ল্যাকার্ড হাতে রাস্তায় নামেন ফরিদ চাচা। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্ররা তখন তার সঙ্গে ছবি তুলতে ছুটে আসে, অনেকে আবার তাচ্ছিল্যও করে। কিন্তু অনড় ফরিদ চাচা ঠায় রাস্তায় দাঁড়িয়ে থাকে এক দফা এক দাবি নিয়ে।
এ সময় হঠাৎ সড়ক দূর্ঘটনার শিকার হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন বৃদ্ধ। সড়কের পাশে দাঁড়িয়ে একক্ষণ সব কিছু চুপচাপ দেখছিলেন শামীম। কিন্তু এখন আর নিজেকে ধরে রাখতে পারলেন না, ফরিদ চাচাকে হাসপাতালে নিয়ে গেলেন। তারপরই ঘটলো আসল ঘটনা। শামীম ফরিদ চাচার গল্পটা ফেসবুকের মাধ্যেমে ছড়িয়ে দিলেন। ফলাফল পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস পালনের জন্য সবাই রাস্তায় নেমে এলেন।
এটি নিয়ে রাফী বলেন, ‘শুধুমাত্র দিবস পালনের মাধ্যমে পরিস্কার পরিচ্ছন্ন থাকা সম্ভব নয় সেটা জানি। তবে এর মাধ্যমে সচেতনতা বাড়ানো এবং একটি অভ্যাস গড়ে তোলার প্রয়াস থেকেই আমার চলচ্চিত্রটি নির্মাণ করা।’
রাফি বলেন, ‘অনেকেই এই চলচ্চিত্রটিকে শেয়ার করে ছড়িয়ে দিয়েছেন। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। বিশেষ করে বলতে চাই সবার প্রিয় ক্রিকেটার মুশফিকুর রহিমের কথা। তিনি ফেসবুকে নিজের ওয়াল থেকে এটি শেয়ার করেছেন। আমি এবং আমরা সবাই তাকে বিনয়ের সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি।’
প্রসঙ্গত, সামাজিক উন্নয়নের সংগঠন ‘পরিবর্তন চাই’ তারা সাধারণ মানুষের চিন্তা চেতনার ইতিবাচক পরিবর্তন এবং জীবন যাত্রার মান উন্নয়নে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। যার অংশ হিসেবে ‘পরিবর্তন চাই’ এর উদ্যোগে আগামী ৬ ফেব্রুয়ারি দ্বিতীয় বারের মত পালিত হতে যাচ্ছে ‘দেশটাকে পরিষ্কার করি দিবস-২০১৬’।
দেখুন চলচ্চিত্রটি :
এলএ