সার্ক সব পেশার মানুষকে ধারণ করে না: নজরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ৩১ জুলাই ২০২২
নজরুল ইসলাম খান

সব পেশার মানুষকে ধারণ করে না সার্ক, তরুণ ও শ্রমিকদের এখানে সুযোগ কম বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, সার্ককে সমৃদ্ধ ও কার্যকর করতে হবে। আমাদের সঙ্গে দক্ষিণ এশিয়ার মানুষদের জন্য এই কাজ করতে হবে। আর এই দায়িত্ব পালন করতে হবে তরুণদের। শুধু ঘরের ভেতর টেবিলে বসে নয়, বাইরেও মানুষের সঙ্গে মতবিনিময় করতে হবে।

রোববার (৩১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে সাউথ এশিয়ান ইয়ুথ রিসার্চ সেন্টার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, সার্কের দুর্বলতা হলো এর প্রশাসনিক ব্যবস্থা। সরকারি কর্মকর্তা দিয়ে পরিচালিত সংগঠন। ভারত সর্ববৃহৎ রাষ্ট্র হিসেবে সঠিক ভূমিকা পালন করছে না। কতগুলো কারণে বা বিরক্ত হয়ে ভারতকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংস্থা সার্ক থেকে বাদ দেওয়ার জন্য দর্শক সারি থেকে আমাদের কাছে প্রশ্ন রেখেছেন। কিন্তু সার্ককে শক্তিশালী করতে ভারতের বেশি ভূমিকা পালন করা প্রয়োজন ছিল। সঠিকভাবে সার্ক পরিচালিত হচ্ছে না। সার্ক সঠিকভাবে পরিচালিত হলে দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলোর ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ঘটতো।

সাউথ এশিয়ান ইয়ুথ রিসার্চ সেন্টারের চেয়ারম্যান সুমন হকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন, সাবেক সেনা কর্মকর্তা আশরাফ আল দ্বীন, জাকির আলী প্রমুখ।

কেএইচ/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।