মার্চেই ইউপি নির্বাচন : ইসি সচিব


প্রকাশিত: ০১:০৪ পিএম, ৩১ জানুয়ারি ২০১৬

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. সিরাজুল ইসলাম বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য কমিশন প্রস্তুত। আইনি বাধ্যবাধকতা থাকার জন্য আগামী মার্চেই ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু হবে।

রোববার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সার্ভার স্টেশন পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশন সচিব বলেন, আইন পরিবর্তন হওয়ায় নির্বাচনের আচরণবিধি সংশোধন করতে হবে। ইতোমধ্যেই সংশোধিত আচরণবিধি অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। মার্চ, মে ও জুন এই তিন মাসের মধ্যেই সমস্ত ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ করতে চায় কমিশন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রায় পাঁচ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী নির্বাচনে দায়িত্ব পালন করে থাকেন। সেই সঙ্গে আছে বিপুল পরিমাণ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

এ সময় উপস্থিত ছিলেন, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলাম, রংপুর জেলা নির্বাচনী অফিসার জিএম সাহাতাব উদ্দিন, গাইবান্ধা জেলা নির্বাচনী অফিসার শাহিনুর ইসলাম প্রামাণিক, পলাশবাড়ী উপজেলা নির্বাচনী অফিসার শাহীনুর আলম ও গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচনী অফিসার ফেরদৌস আলম প্রমুখ।  

অমিত দাশ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।