ছাত্রদলের সাবেক নেতা খোকন জামিনে মুক্ত


প্রকাশিত: ১২:৪৪ পিএম, ৩১ জানুয়ারি ২০১৬

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন জামিনে মুক্তি পেয়েছেন। রোববার সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এসময় কারা ফটকে ছাত্রদলের নেতা-কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, গত ৭ মার্চ ধানমণ্ডি এলাকার নিজ বাসা থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খোকনকে আটক করে নিয়ে যায় বলে পরিবারের সদস্যরা অভিযোগ করে আসছিলেন। তবে তিন মাসেরও বেশি সময় ‘নিখোঁজ’ থাকার পর গত ১৫ জুন ফরিদপুর থেকে আনিসুর রহমান তালুকদার খোকনকে আটক করার দাবি করে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যািব। এরপর থেকে তিনি জেলেই ছিলেন।

এমএম/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।