খালেদা জিয়া বেফাঁস কথা বলেন না : দুদু


প্রকাশিত: ০৭:২৫ এএম, ৩১ জানুয়ারি ২০১৬

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু বলেছেন, খালেদা জিয়া বেফাঁস কথা বলেন না। জাতির প্রয়োজনে মুক্তিযুদ্ধে শহীদদের সংখা নিয়ে এমন মন্তব্য করেছেন তিনি। রোববার দুপুরে নয়াপল্টনস্থ ভাসানী ভবনে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলার বিরুদ্ধে ডাকা প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন দুদু।

জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত প্রতিবাদ সভায় শামসুজ্জামান দুদু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হীনমন্যতায় ভোগেন। শেখ মুজিবের কন্যা হওয়ায় সবসময় উপরে থাকার অহংকার করেন তিনি। বিশ্ব পরিসরে কেন বেগম জিয়ার এতটা জনপ্রিয় হবেন এজন্য হীনমন্যতায় ভোগেন শেখ হাসিনা।

তিনি বলেন, রাজনীতির বাইরের লোক হয়েও খালেদা জিয়া জনতার কাতার থেকে এসে প্রধান ব্যক্তি হিসেবে গণতন্ত্রে অাবির্ভূত হয়েছেন। গৃহিনী ও ফার্স্ট লেডি হয়েও মাটি মানুষের আন্দোলনে উপস্থিত থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।

মুজিবের বিরুদ্ধে মামলার বিচারকরা পালিয়েছিলেন উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, আপনারাও (আওয়ামী লীগ) যে কি দৌড় দেবেন তা সামনে দেখতে পাচ্ছি।

ক্ষোভ প্রকাশ করে দুদু বলেন, জিয়া পরিবার গণতন্ত্রকে বিকশিত করেছে আর শেখ পরিবার গণতন্ত্রকে হত্যা ও মাটি চাপা দিয়েছে।

এমএম/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।