খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে কৃষক দলের কর্মসূচি


প্রকাশিত: ০৬:৩৫ এএম, ৩১ জানুয়ারি ২০১৬

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী কৃষক দল। রোববার দুপুরে নয়াপল্টনস্থ ভাসানী ভবনে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, বেগম জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের প্রতিবাদে আগামী ৩ ফেব্রুয়ারি (বুধবার) দেশের বিভাগীয় শহরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করা হবে।

এছাড়া আগামী ৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) প্রতি জেলা শহরে এবং ৫ ফেব্রুয়ারি (শুক্রবার) থানা পর্যায়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

এমএম/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।