ফজলে রাব্বী মিয়া সংসদের গুরুত্বপূর্ণ কাজগুলো করেছেন: শাজাহান খান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫১ পিএম, ২৫ জুলাই ২০২২
ফাইল ছবি

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া সাতবারের সংসদ সদস্য ছিলেন এবং জাতীয় সংসদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলো করেছেন বলে মন্তব্য করেছেন সাবেক নৌপরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের সংসদ সদস্য শাজাহান খান। তিনি বলেন, জাতীয় সংসদের একজন পার্লামেন্টারিয়ান (সংসদে বিচক্ষণ বক্তা) হিসেবে তার জুড়ি নেই।

সোমবার (২৫ জুলাই) রাজধানীর জাতীয় ঈদগাহে ডেপুটি স্পিকারের জানাজায় অংশ নিতে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, আওয়ামী লীগে তিনি যতদিন ছিলেন, বঙ্গবন্ধুর আদর্শের নির্ভীক সৈনিক হিসেবে ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে যাওয়ার জন্য তার যে কর্মকাণ্ড, তিনি তা পরিচালনা করেছেন। তিনি তার কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন।

তিনি বলেন, পার্লামেন্টারিয়ান হিসেবে তার যোগ্যতা অসামান্য। তিনি যেসব সিদ্ধান্ত নিয়েছেন তা অবিস্মরণীয়। আমরা তাকে গভীরভাবে শ্রদ্ধা করি। তার রুহের মাগফিরাত কামনা করি।

এফএইচ/এমপি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।