জনসচেতনতায় ‘স্টপ দ্য অ্যাক্সিডেন্টে’র মানববন্ধন


প্রকাশিত: ০৫:৪৫ এএম, ৩১ জানুয়ারি ২০১৬

নারায়ণগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে র্যাব ১১ এর সার্জেন্ট মনসুর ও কনস্টেবল সোহেল নিহতসহ আরো দুইজন গুরুতর আহত হওয়ার ঘটনায় শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানববন্ধন করেছে ‘স্টপ দ্য অ্যাক্সিডেন্টে’। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গাড়ি চালকরা বেশিরভাগ সময় নেশাগ্রস্ত হয়ে অথবা তার সহকারীকে দিয়ে গাড়ি চালায়। মহাসড়কে হাজারো ফিটনেসবিহীন গাড়ি পাল্লা দিয়ে চলে। চালকদের অদক্ষতার কারণে দুর্ঘটনা ঘটছে। ফলে প্রতিনিয়তই ঘটছে অনাকাঙ্ক্ষিত মৃত্যু।

সংগঠনের আহ্বায়ক মোসতাক আহমেদ ভাসানীর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- জাগো বাঙালির চেয়ারম্যান শেখ হাসিবুর রহমান, সামাজিক আন্দোলনের আহ্বায়ক হুমায়ন কবির, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু প্রমুখ।

এএস/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।