এমন সৌভাগ্য কজনের হয়


প্রকাশিত: ০৪:২৩ এএম, ৩১ জানুয়ারি ২০১৬

এমন সৌভাগ্য কজনের হয়
লিওনার্দো দা ভিঞ্চি রোমের এক বাড়িতে ভাড়াটে ছিলেন। বিশাল সাজানো বাড়ি। ভাড়াও খুব বেশি। লিওনার্দো বাড়ির মালিককে ভাড়ার টাকা দিতেন না। এদিকে শিল্পীর খুব নামডাক। হয়তো রোজগারও খুব বেশি। বাড়ির মালিক নিয়মিত আসেন বাড়ি ভাড়া চাইতে। লিওনার্দো ফিরিয়ে দেন।

একদিন বাড়িওয়ালা টাকার জন্য এসেছেন। লিওনার্দো সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেন এবং বাড়িওয়ালা তুচ্চিকে ওপরে আসতে বললেন। তুচ্চি যখন সিঁড়ি বেয়ে অনেক দূর উঠেছেন, লিওনার্দো তাকে এমন জোরে ধাক্কা মারলেন যে তুচ্চি সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে গেলেন।

দারোয়ান আহত তুচ্চিকে মাটি থেকে তুললেন। তারপর বললনে, ‘একজন বিশ্ববিখ্যাত শিল্পী তোমায় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। এমন সৌভাগ্য কজনের হয়! লোকের কাছে গর্বভরে তুমি বলতে পারবে ব্যাপারটা।

****

আমি চলে আসব
প্রেমিক : জান, দারুণ একটা মুভি এসেছে। হাউজফুল যাচ্ছে। তিনটা অ্যাডভান্স টিকিট এনেছি।
প্রেমিকা : তিনটা কেন? আমরা তো দু’জন!
প্রেমিক : আমাদের জন্য আনিনি। এনেছি তোমার মা, বাবা আর ভাইয়েন জন্য। তারা সিনেমা দেখতে গেলেই আমি চলে আসব।

****

বাবা যদি ধরে ফেলেন
আমেরিকার এক প্রেমিক তার প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাওয়ার উদ্যোগ করলো। সময় মত মধ্যরাতে সে মই বেয়ে প্রেমিকার জানালা পর্যন্ত উঠলো। জানালার কাঁচে টোকা দিল প্রেমিক।

মেয়েটি ভয়ে ভয়ে জানালা খুললো। ছেলেটি জিজ্ঞেস করল, ‘তুমি তৈরি?’ মেয়েটি বলল, ‘হুশশশ! আমার ভয় করছে, বাবা যদি আমাদের ধরে ফেলেন?’
ছেলেটি নির্বিকার ভাবে বলল, ‘তাতে কি? তিনি তো নিচে আমার মই ধরে দাঁড়িয়ে আছেন।’

****

আপনি পানি কম খান
এক বৃদ্ধ ডাক্তারের কাছে গিয়ে বললেন, ‘ডাক্তার সাহেব, আমার শরীর খুব খারাপ!’
ডাক্তার তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। তারপর প্রেসক্রিপশন ধরিয়ে দিয়ে বললেন, ‘একটা সবুজ ক্যাপসুল আছে, সকালে উঠে সেটা এক মগ পানি দিয়ে গিলে ফেলবেন। হলুদ রঙের একটা আছে, সেটা খাবেন দুপুরের খাবারের পর। অবশ্যই সঙ্গে এক মগ পানি। আর লাল রঙেরটাও এক মগ পানি দিয়ে খাবেন রাতের বেলা।’
বৃদ্ধ জিজ্ঞেস করলেন, ‘কিন্তু আমার সমস্যাটা কী?’
ডাক্তার বললেন, ‘আপনি পানি কম খান।’

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।