মিরাজদের সামনে শেষ আটের বাধা স্কটল্যান্ড


প্রকাশিত: ০১:৩০ পিএম, ৩০ জানুয়ারি ২০১৬

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মূল পর্বে খেলার লক্ষ্যে বাংলাদেশি যুবাদের প্রথম প্রতিপক্ষ ছিল বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। সে বাধা ভালোভাবেই উতরে গেছে বাংলাদেশ দলের যুবারা। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আগামীকাল (রোববার) স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে মেহেদী হাসান মিরাজরা। এই ম্যাচ হারলেও সম্ভবনা থাকবে বাংলাদেশের। তবে সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে কঠিন প্রতিপক্ষ ভারতের মুখোমুখি হতে হবে ছোট টাইগারদের। তাই ভারত বাধা টপকাতে এই ম্যাচে জয়ের বিকল্প দেখছেন না বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা।

নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩ রানের বড় জয় পায় বাংলাদেশ। জিতলেও এদিন বাংলাদেশি ব্যাটসম্যানরা নামের প্রতি তেমন সুবিচার করতে পারেননি। সেট হয়েও সাজঘরে ফিরেছেন প্রায় সব ব্যাটসম্যান। পিনাক ৪৩, জয়রাজ ৪৬, শান্ত ৭৩ এবং মিরাজের মত ব্যাটসম্যান আউট হয়েছেন ২৩ রানে। তাই ব্যক্তিগত রানকে বড় করার বিশেষ লক্ষ্যও থাকবে ব্যাটসম্যানদের। আর বোলিংটা বরাবরই ভালো করে থাকে বাংলাদেশ। সুতরাং, আগামী ম্যাচেও বোলারদের প্রতি বিশেষ দৃষ্টি থাকবে সবার।

যদিও প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ শেষে বাংলাদেশকে শুনতে হয়েছে দুঃসংবাদ। দলের অন্যতম সেরা স্পিনার সঞ্জিত সাহার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ম্যাচ রেফারি। আইসিসির বিশেষজ্ঞরা সঞ্জিতের বোলিংয়ের ভিডিও ফুটেজ পরীক্ষা-নীরিক্ষা করে দেখবেন। এখন পর্যন্ত আইসিসি কোন প্রতিবেদন প্রকাশ না করায় আগামী ম্যাচেও দেখা যেতে পারে এই তরুনকে। তবে ম্যাচ শুরুর আগে যদি আইসিসি থেকে কোন বাধা আসে, সেক্ষেত্রে সঞ্জিদের পরিবর্তে দলে ঢুকতে পারেন আরিফুল ইসলাম জনি।

আগের ম্যাচে নামিবিয়ার কাছে হেরে অনেকটাই ব্যাকফুটে স্কটল্যান্ড। অপরদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে আত্মবিশ্বাসে টগবগে মিরাজ-শান্তরা। তারপরও প্রতিপক্ষকে ছোট করে দেখছেন না তারা। দলের অন্যতম সেরা অলরাউন্ডার সাইফুদ্দিন বলেন, ‘আমরা প্রথম ম্যাচটি জিতেছি তাই আমাদের দলের আত্মবিশ্বাস উঁচুতে। পরের ম্যাচগুলো খাটো চোখে দেখছি না। জয় ছাড়া কোনো কিছু ভাবছিও না। কোনো ম্যাচ হাল্কাভাবে নেওয়া উচিত নয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা যে মনযোগ দিয়ে খেলতে পেরেছি, সে মনযোগ দিয়ে আমরা কালকের ম্যাচও খেলব। স্কটল্যান্ড নতুন দল। ওদের সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। ওদেরকে আমরা চিনি না। ওদের সঙ্গে আমরা কোনো হোম এন্ড অ্যাওয়ে ম্যাচও হয়নি। যতটুকু ধারণা, টিমটা নিশ্চয়ই ভালো হবে। সুতরাং, শতভাগ দিয়ে খেলব আমরা।’

Under-19-cricket-team
অপরদিকে নামিবিয়ার কাছে হারের ক্ষত ভুলে টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে চায় স্কটিশরা। নামিবিয়ার বিপক্ষে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং সব বিভাগেই পিছিয়ে ছিল তারা। বাংলাদেশের বিপক্ষে ভুল শুধরে তীব্র প্রতিরোধ গড়বেন বলে আশা করছেন দলের অধিনায়ক নেইল ফ্ল্যাক।

মূল পর্বে খেলার জন্য এই ম্যাচ গুরুত্বপূর্ণ তেমনি ব্যক্তিগত রেকর্ডের জন্যও মিরাজদের দিকে আগামীকাল তাকিয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেটভক্তরা। আর ৬২ রান করতে পারলেই অনূর্ধ্ব-১৯ ব্যাটসম্যান হয়ে বিশ্বের সর্বোচ্চ রানের সংগ্রহকারী হয়ে যাবেন বাংলাদেশের নাজমুল হসেন শান্ত। অনুর্ধ্ব-১৯ ক্রিকেটে এখনও পর্যন্ত ৫৩ ম্যাচ খেলে ১৬৩৪ রান করেছেন এই বাংলাদেশি। তার চেয়ে এগিয়ে আছেন কেবল পাকিস্তানের সামি আসলাম। ৪০ ম্যাচে ১৬৯৫ রান এই পাকিস্তানির।

ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও রেকর্ডের সামনে দাঁড়িয়ে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আর মাত্র ৩টি উইকেট নিতে পারলেই অনূর্ধ্ব-১৯ বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি হবেন এই বাংলাদেশি। তার সামনে ৪৯ ম্যাচে ৭৩ উইকেট নিয়ে রয়েছেন পাকিস্তানি বোলার ইমাদ ওয়াসিম। ৭১ উইকেট নিয়ে ওয়াসিমের পেছনে বাংলাদেশ অধিনায়ক।

তবে বিশ্বকাপে খেলতে নেমে ইতোমধ্যেই একটি রেকর্ড করে ফেলেছেন মিরাজ। টেস্ট খেলুড়ে কোনো দেশের হয়ে টানা দুইবার দলকে নেতৃত্ব দিচ্ছেন এই তরুণ। তবে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের জন্য দুঃসংবাদ হচ্ছে, এই ম্যাচ তারা সরাসরি দেখতে পাবেন না। কারণ, এই ম্যাচের কোন টিকিট সাধারণ দর্শকদের জন্য দেওয়া হয়নি। নির্মাণাধীন কক্সবাজার শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামের ১৬০০ আসনের সব টিকেট ইতোমধ্যেই পেয়েছেন প্রশাসনিক নেতা ও প্রভাবশালীরা। আর কক্সবাজার স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচারও করছেনা কোন টিভি চ্যানেল।

আরটি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।