দলের সিদ্ধান্তের বিরুদ্ধে অংশ নিলেই বহিষ্কার : সেতুমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২:২১ পিএম, ৩০ জানুয়ারি ২০১৬

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পৌর নির্বাচনে যারা দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করেছে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহন করছে। এবার যারা দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে  ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশ নিবে বা বিদ্রোহী প্রার্থী হবে তাদেরকে আওয়ামীলীগ (দল) থেকে বহিস্কার করা হবে।

শনিবার বেলা ১২ টার সময় মন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বামনী আছিরিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট্র ড.মাহে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক  বদরে মুনির ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান দৌলা, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খিজির আয়াত, মাদ্রাসার কমিটির সদস্য ও  আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

মন্ত্রী এসময় সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে বলেন, বর্তমানে ১৪ দলের জোটের অংশ হিসেবে জাতীয় পার্টি নিয়ে  জোটে কোনো টানাপোড়েন বা অস্থিরতা  নেই। জাতীয় পার্টিতে কিছু অস্তিরতা রয়েছে। এটি তাদের দলে আভ্যন্তরীন গণতন্ত্রের চর্চা। আর দলের জন্য এটি ভালো।

তিনি আরো বলেন বাইরে থেকে বুঝা যায় ২০ দলীয় জোট ২০০৮ থেকে  এ পর্যন্ত তারা একটি ফলপুস আন্দোলন করতে পারেনি। তারা আন্দোলনে ও ব্যর্থ,নির্বাচনে ও ব্যর্থ। তারা নির্বাচন টি যদি করতো তাহলে আজকে তারা যে সংকটের কথা বলছে সে সংকট দৃশ্যমান হতো না। এ সংকট থাকতো না।  এ সংকটের কারন হলো তারা।  নির্বাচনে যদি তারা অংশগ্রহন করেনি সে জন্য তো নির্বাচন আটকে থাকবে। এখন তারা যদি নির্বাচনে আসতে চায় তাহলে পরবর্তী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।  

মন্ত্রীর আগমন উপলক্ষে রাস্তার তোরন নির্মাণ ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখায় তিনি ক্ষোভ প্রকাশ করেন বলেন, আমাকে আপনার ভোট দিয়েছেন,খুশী করেছেন।  আর শেখ হাসিনা আমার নেত্রী আমাকে মন্ত্রী বানিয়েছে আপনাদের খুশী করেছে। আর আমাকে খুশী করা জনগনের কোনো কাজ নয়,আমার কাজ হলো জনগনকে খুশী করা। তাই ভবিষ্যতে কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে যেনো এ ধরনের কাজ আর না করা হয়।

এসময় মন্ত্রী মাদ্রাসার জন্য একটি ভবন তৈরিসহ এলাকার বেশ কিছু উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি প্রদান করেন।

মিজানুর রহমান/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।