ফেসবুকে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন নিষিদ্ধ


প্রকাশিত: ০৮:২৪ এএম, ৩০ জানুয়ারি ২০১৬

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইন্সটাগ্রাম আগ্নেয়াস্ত্র বিক্রির বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে। ইতোমধ্যে বেশ কিছু আইডি থেকে দেয়া আগ্নেয়াস্ত্রের বিজ্ঞাপন বন্ধ করেছে কর্তৃপক্ষ। ব্যক্তিগত পর্যায়ে অস্ত্র বিক্রি ঠেকাতে নতুন এ নিয়ম করা হয়েছে বলে জানিয়েছে ফেসবুক।

তবে বাণিজ্যিকভাবে ফেসবুক ও ইন্সটাগ্রামে এখনো আগ্নেয়াস্ত্রের বিজ্ঞাপন দেয়া যাবে। জনপ্রিয় ছবি বিনিময়ের মাধ্যম ইন্সটাগ্রামের মালিকানাও ফেসবুকের।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকে অবৈধ মাদক এবং ওষুধ বিক্রির কোনো বিজ্ঞাপন আগে থেকেই নিষিদ্ধ। এখন অস্ত্রের বিজ্ঞাপন নিষিদ্ধ করলো জনপ্রিয় এ যোগাযোগ মাধ্যমটি। বর্তমানে বিশ্বব্যাপী ১৫৯ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন।

এসআইএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।