সরকারের বিদায়ী অনুষ্ঠানে সু চিকে উষ্ণ অভ্যর্থনা
মিয়ানমারের জান্তা সরকারের বিদায়ী অধিবেশন অনুষ্ঠানে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী এবং ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) নেতা অং সান সু চিকে। বিদায়ী এই অধিবেশনের মধ্য দিয়ে দেশটিতে গত অর্ধশতকের সেনা আধিপত্যের অবসান ঘটছে বলে ধারনা করা হচ্ছে। খবর ইয়াহু।
খবরে বলা হয়েছে, বিদায়ী অধিবেশনের উদ্বোধনের সময় স্পিকার প্রত্যেকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। নতুন পার্লামেন্ট ও মিয়ানমারের গণতন্ত্রে উত্তরণকে শুভেচ্ছা জানিয়ে স্পিকার বলেন, স্বপ্ন সত্যি হতে চলেছে।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর মিয়ানমারে ২৫ বছরের মধ্যে প্রথম অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮০ শতাংশ আসনে জয় পায় অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)।
এএইচ