পূবাইলে বয়লার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু


প্রকাশিত: ০২:১১ পিএম, ২৯ জানুয়ারি ২০১৬

গাজীপুরের পূবাইলে টায়ার তৈরির একটি কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ মো. স্বাধীন ফরাজি (২৬) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়ালো। শুক্রবার বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।

নিহত স্বাধীন জামালপুরের ইসলামপুর থানার গরাইল গ্রামের মৃত সিরাজ ফরাজির ছেলে। তিনি গাজীপুরের পূবাইলে পরিবারের সঙ্গে থাকতেন।

তার স্ত্রী সাজেদা জাগো নিউজকে জানান, ঘটনার সময় ওই কারখানার পাশের রাস্তা দিয়ে যাত্রী বহন করছিলেন স্বাধীন। বিস্ফোরণে তার শরীরের ৫৮ শতাংশ পুড়ে যায়। দগ্ধ হওয়ার পর তাকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পরে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে টানা ৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ বিকেলে তার মৃত্যু হয়।  

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

আব্দুর রহমান আরমান/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।