গাজীপুরে আগুনে ১২টি দোকান ভস্মীভূত


প্রকাশিত: ০৬:১৮ এএম, ২৭ জানুয়ারি ২০১৬

গাজীপুর জেলার কোনাবাড়িতে অগ্নিকাণ্ডে ১২টি দোকান ও মালামাল পুড়েছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় পৌনে ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

গাজীপুরের জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান জানান, বুধবার রাত সোয়া ৩টার দিকে কোনাবাড়ি এলাকার আনোয়ার হোসেন গংদের মালিকানাধীন নিউমার্কেটে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। দোকানগুলোতে গার্মেন্টসের এক্সসেসরিসের (সুতা, সুই, বোতাম ইত্যাদি) মালামাল ছিল। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৩টি, কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি, টঙ্গী ফায়ার সার্ভিসের ১টি, ইপিজেটএর ১টি এবং ফায়ার সার্ভিসে হেডকোয়াটারের ১টি ইউনিটের কর্মীরা প্রায় পৌনে ৪ ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নেভায়। আগুনে ওই মার্কেটের ১২টি দোকান, মেশিনপত্র ও মালামাল পুড়ে গেছে।

তিনি জানান, আগুনে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতির হয়েছে। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
                        
আমিনুল ইসলাম/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।