জামালপুরে দু’দিনব্যাপি তথ্য মেলা শুরু


প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ২৬ জানুয়ারি ২০১৬

‘তথ্যই শক্তি: জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে দু’দিনব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে। জামালপুর জেলা প্রশাসনের সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এই তথ্য মেলার আয়োজন করেছে।

মঙ্গলবার বিকেলে শহরের বৈশাখী মেলা মাঠে আয়োজিত দু’দিনব্যাপি তথ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জামালপুর সনাকের সভাপতি মাসুদ আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাসেল সাবরিন।

"
এছাড়া জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, নবনির্বাচিত মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, সিভিল সার্জন ডা. মোশায়ের উল ইসলাম, সনাক সদস্য অধ্যাপক আবদুল হাই, টিআইবির প্রোগ্রাম ম্যানেজার করুণা কিশোর চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন।

"
এ সময় বক্তারা বলেন, জনগণের তথ্যভিত্তিক ক্ষমতায়ন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখে, তাই তথ্য অধিকার আইন বিষযে জনসচেতনতা তৈরি তথা তথ্য প্রবাহের গতিকে অবাধ করতে সকলের প্রতি আহ্বান জানান।

"
দু’দিনব্যাপি তথ্য মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৩১টি স্টল স্থান পেয়েছে। এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

শুভ্র মেহেদী/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।