সড়ক দুর্ঘটনায় জাবি শিক্ষার্থীর মৃত্যু


প্রকাশিত: ০১:৩৭ পিএম, ২৬ জানুয়ারি ২০১৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থী মো. ইয়াকুব আলী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনাটি ঘটে।

ইয়াকুবের সহপাঠী রিজু মোল্লা বলেন, ‘ ইয়াকুবের বোন আর বোনের বাচ্চাকে নিয়ে অ্যাম্বুলেন্সে ফেরার পথে ময়মনসিংহের ভালুকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে ইয়াকুব নিহত হন। ইয়াকুবের পিতার নাম মো.  মোসলেম উদ্দিন। ইয়াকুবের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাও উপজেলায়। তিন ভাই ও দুই বোনের মধ্যে ইয়াকুব সবার ছোট।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফি জানান, আমরা একজন মেধাবীকে হারালাম।

ময়মনসিংহে যাওয়ার জন্য হল প্রশাসনের পক্ষ থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে জানিয়ে শহীদ রফিক জব্বার হলের প্রভোস্ট অধ্যাপক আবু দায়েন বলেন, এ ধরণের মৃত্যু মেনে নেয়া যায় না।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হলের আবাসিক ছাত্র ছিলেন ইয়াকুব এবং হলের ৩৩৪ নং কক্ষে  থাকতেন।

হাফিজুর রহমান/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।