খালেদার সঙ্গে বার্নিকাটের দুই ঘণ্টার রুদ্ধদার বৈঠক
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে টানা দুই ঘণ্টা রুদ্ধদার বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় বৈঠকটি শুরু হয়ে সাড়ে ৮টায় শেষ হয়।
তবে চলমান শান্ত পরিস্থিতিতে হঠাৎ বার্নিকাট কেনইবা খালেদা জিয়ার সঙ্গে দুইঘণ্টাব্যাপী এ বৈঠক করলেন সে বিষয়ে তাৎক্ষনিক কিছু জানা সম্ভব হয়নি।
বৈঠকে উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ।
এমএম/এএইচ/পিআর