বইমেলা সরাসরি প্রচার করবে চ্যানেল আই


প্রকাশিত: ১০:৫৯ এএম, ২৫ জানুয়ারি ২০১৬

প্রতি বছরের ধারাবাহিকতায় এবছরও বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে প্রতিদিন অমর একুশে বইমেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। বইমেলা সরাসরি সম্প্ররচারের এই উদ্যোগে চ্যানেল আইয়ের সঙ্গে রয়েছে আইএফআইসি ব্যাংক। মেলা প্রাঙ্গণ থেকে অনুষ্ঠানটি প্রতিদিন সরাসরি সম্প্রচার হবে বিকেল ৫টা ৩০ মিনিটে। শুধুমাত্র বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সম্প্রচার হবে।

এ বিষয়ে বিস্তারিত জানাতে সোমবার দুপুরে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্যে বইমেলা সরাসরি প্রসঙ্গে নানান দিক উপস্থাপন করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। বইমেলা সম্পর্কিত বিস্তারিত তুলে ধরেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, বইমেলার সাথে আইএফআইসি ব্যাংকের সম্পৃক্ততা ব্যাখ্যা করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার।

সম্মেলনে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘অন্যবারের চেয়ে এবারের বইমেলা টেলিভিশনের পর্দায় সম্প্রচারে ভিন্নতা আনা হবে। সেইসাথে থাকবে বইমেলা নিয়ে নাটিকাসহ নতুন বই পরিচিতি, লেখক ও পর্যটকদের সাক্ষাৎকার ইত্যাদি।’

বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, ‘মেলার মাধ্যমে পাঠকরা আকৃষ্ট হয় বইয়ের প্রতি। এর সাথে যুক্ত রয়েছে বাণিজ্যিক সম্পর্ক। সংস্কৃতির ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে ও নান্দনিকতার ক্ষেত্রেও বইয়ের তুলনা অপরিসীম। বই পড়ার মাধ্যমে রাজনৈতিক, সামাজিক ও মানুষের মানবিক গুণাবলী প্রকাশেও বড় একটি ভূমিকা পালন করে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন বইমেলার উপস্থাপক লুৎফর রহমান রিটন ও আহমাদ মাযহার, আনন্দ আলো ও বইমেলা প্রতিদিন সম্পাদক রেজানুর রহমান। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন আমীরুল ইসলাম।

এনই/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।