ছেলের কবর জিয়ারতে গিয়ে কাঁদলেন খালেদা


প্রকাশিত: ১১:২২ এএম, ২৪ জানুয়ারি ২০১৬

ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার দুপুর ২টায় রাজধানীর বনানী কবরস্থানে ছেলের কবর জিয়ারত করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকীতে তার কবরের পাশে ৪০ থেকে ৪৫ মিনিট অবস্থান করে মোনাজাত ও দোয়াও করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এসময় মোনাজাতে অংশ নেন প্রয়াত আরাফাত রহমানের শ্বশুর-শাশুড়ি, খালেদা জিয়ার ছোট বোন, ভাইয়ের ছেলে, ভাগ্নে ও মহিলা দলের নেতাকর্মীরা।

Koko

মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সভাপতি আবদুল মালেক।

গত বছরের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আরাফাত রহমান কোকো। ওই দিন বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে অসুস্থ হলে মালয়েশিয়ার ন্যাশনাল হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৪৫ বছর। পরে ২৮ জানুয়ারি আরাফাত রহমানের মরদেহ দেশে আনা হয়।

এমএম/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।