আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় আরএফএল


প্রকাশিত: ০২:৪৩ পিএম, ২২ জানুয়ারি ২০১৬

দেশের প্লাস্টিক পণ্যের প্রসার ও রফতানি বাড়ানোর লক্ষ্যে ২১ দেশের অংশগ্রহণে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ১১তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা-২০১৬। বুধবার থেকে  শুরু হওয়া এ মেলা চলবে শনিবার পর্যন্ত।

মেলায় ঘর ও বিল্ডিং ম্যাটেরিয়ালসহ বিভিন্ন প্লাস্টিক পণ্য নিয়ে হাজির হয়েছে দেশের অন্যতম করপোরেট প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের আরএফএল। তাদের বিশেষ আকর্ষণ মাত্র ৩৬৪ টাকায় শাইনের প্লাস্টিকের তৈরি বেসিন। এছাড়াও রয়েছে শাইন স্যানেট্যারি ওয়াল সোয়ারের দৃষ্টিদন্দন টেকসই নানান ডিজাইন আর রংয়ের ফিটিংস, ডিলাক্স ওয়াল সোয়ার, সোয়ার মোবিং রেইনসহ বিভিন্ন পণ্য।  

RFL

এছাড়াও মেলায় প্লাস্টিকের তৈরি প্লেট, মগ, গ্লাস, বাটি, ট্রে, স্যুপ সেট, চামচ, বোল, জগ, হটপট, চেয়ার, পানির বোতল, হরেক রকমের পণ্যের সঙ্গে  দশনার্থীদের পরিচয় করিয়ে দিচ্ছে দেশের সব চেয়ে বড় এই প্লাস্টিক তৈরির প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে আরএফএলের স্টলে দায়িত্বরত কর্মকর্তা মো. সোহেল জাগো নিউজকে জানান, আরএফএল সব সময় ক্রেতাদের পছন্দ ও দাম মাথায় রেখেই   পণ্য বাজারজাত করে। তাই সব সময় আরএফএলের পণ্যের প্রতি ক্রেতাদের দৃষ্টি একটু বেশি।

RFL

তিনি আরো বলেন, মেলায় আমাদের মূল লক্ষ্য প্রদর্শণী করা। মেলায় নতুন নতুন পণ্যের সঙ্গে  ক্রেতা দশনার্থীদের পরিচয় করিয়ে দিচ্ছি।

RFL

উল্লেখ্য, এবারের মেলায় ২১ দেশের ৩৫০টি স্টল রয়েছে। মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, জাপান, মালয়েশিয়া, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, চীন, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলংকা, তাইওয়ান, হংকং, মিশর, তুরস্ক, ইতালী, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব-আমিরাত, দক্ষিণ কোরিয়া ও পাকিস্তান থেকে আসা উদ্যোক্তা-ব্যবসায়ীরা অংশ নিয়েছেন।

এসআই/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।