গণকমিশন কারা সৃষ্টি করেছে খতিয়ে দেখা দরকার: চুন্নু
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ১১৬ জন আলেমের বিরুদ্ধে যারা দুদকে অভিযোগ করেছে, সেই গণকমিশনের আয়-ব্যয়ের অনুসন্ধান করতে হবে। গণকমিশনের কোনো আইনি ভিত্তি নেই বলেও উল্লেখ করেন তিনি।
চুন্নু বলেন, গণকমিশন কারা সৃষ্টি করেছে তা খতিয়ে দেখতে হবে। এজন্য সরকারের প্রতি অনুরোধ জানান জাপা মহাসচিব।
বুধবার (২৫ মে) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে পার্টির সম্পাদকমণ্ডলীর সাংগঠনিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাপা মহাসচিব বলেন, গণকমিশনের সঙ্গে জড়িতদের আয়-ব্যয় ও লেনদেন অনুসন্ধান করতে হবে। তাদের আয়-ব্যয় অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি আহ্বান জানান তিনি।
মুজিবুল হক চুন্নু আরও বলেন, গণকমিশনের তথ্য মতে আলেমদের হয়রানি করা ভালো হবে না। দেশ থেকে হাজার হাজার কোটি পাকা পাচার হচ্ছে, এমন বাস্তবতায় মানুষের দৃষ্টি অন্য দিকে ফেরাতেই গণকমিশন কাজ করছে।
তিনি বলেন, জাতীয় পার্টি কারও জোটে নেই, কারও জোটে যেতে জাতীয় পার্টি অঙ্গীকারও করেনি। আগামী নির্বাচনে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত নেবে জাপা। জাতীয় পার্টি মানুষের অধিকারের স্বার্থে কখনোই আপস করবে না। তাই ৩০০ আসনেই প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছি আমরা।
সাংগঠিক সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
এসএম/কেএসআর/জিকেএস