ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। মঙ্গলবার (২৪ মে) বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে দোয়েল চত্বরে এ সংঘর্ষ হয়।
এসময় ছাত্রলীগের প্রতিরোধের মুখে দোয়েল চত্বর এলাকা ত্যাগ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এর আগে সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের বক্তব্যের ব্যাখ্যা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ছাত্রদল। ঢাকা মেডিকেল কলেজ এলাকা থেকে মিছিল নিয়ে টিএসসি যাওয়ার পথে শহীদ মিনার এলাকায় ছাত্রলীগের হামলার শিকার হন ছাত্রদল নেতাকর্মীরা।
এসময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ হামলায় তাদের অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
তবে ছাত্রলীগের প্রতিরোধের মুখে পিছু হটে ছাত্রদলের নেতাকর্মীরা। শক্তি বাড়িয়ে আবারও ক্যাম্পাসে আসার পরিকল্পনা করেন তারা।
আল-সাদী ভূঁইয়া/ইএ/জেআইএম