বরিশালের প্যানেল মেয়র জামিনে মুক্ত


প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ২১ জানুয়ারি ২০১৬

র‌্যাবের হাতে অস্ত্রসহ আটক বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও মহানগর বিএনপির সহ-সভাপতি কে এম শহীদল্লাহ ১৫ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার বিকেলে কারাগার থেকে তিনি মুক্তি পান।

এর আগে দুপুরে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনোয়ারুল হক কেএম শহীদুল্লাহর জামিন আবেদন মঞ্জুর করেন।

শহীদল্লাহর আইনজীবী অ্যাড. মজিবুর রহমান নান্টু জানান, পাঁচ হাজার বেলবন্ড এবং একজন আইনজীবীর জিম্মায় আদালত তার জামিন মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি দুপুর দেড়টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে র‌্যাব পরিচয়ে সাদা পোশাকধারীরা কেএম শহীদল্লাহকে মাইক্রোবাসে তুলে নেয়। এরপর রাত ১০টার দিকে মেডিকেল কলেজের পেছনের সড়কে শহীদল্লাহকে নিয়ে র‌্যাব তার বাসায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় শহীদল্লাহর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে র‌্যাব।   

সাইফ আমীন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।