কূটনীতিকদের সঙ্গে বিএনপি নেতাদের সোয়া ঘণ্টার বৈঠক


প্রকাশিত: ১১:৫৭ এএম, ২০ জানুয়ারি ২০১৬

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে সোয়া ঘণ্টার রুদ্ধধার বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বুধবার বিকেল ৪টা ১০ মিনিটে বৈঠকটি শুরু হয়ে শেষ হয় ৫টা ৩৫ মিনিটে।   

জানা গেছে, ইউরোপীয় ইউনিয়ন, সুইডেন, জাপান, জার্মান, স্পেন, তুরস্ক ও কুয়েতসহ ১৪ দেশের কূটনৈতিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। আর বিএনপি নেতাদের মধ্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, এনাম আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। তবে বৈঠকে কি বিষয়ে আলাপ আলোচনা হয়েছে তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

এদিকে, পৌর নির্বাচন পরবর্তী পরিস্থিতি, আসন্ন ইউপি নির্বাচন ও চলমান রাজনীতির নানা দিক নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে।

এমএম/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।