বিলুপ্ত ছিটমহলে সফলভাবে ভূমি জরিপ সম্পন্ন


প্রকাশিত: ০৯:৩৯ এএম, ২০ জানুয়ারি ২০১৬

বিলুপ্ত ছিটমহলে ভূমি রেকর্ড ও জরিপের বিষয়ে কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না। ছিটের জমির মালিকানা অনুযায়ী ছিটবাসীর মধ্যে সুষ্ঠুভাবে বন্টন করে দেয়া হবে। বুধবার দুপুরে লালমনিরহাট জেলার পাটগ্রাম শহীদ আফজাল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে কলমী নকশা ও মালিকানার হালনাগাদ তথ্যের ফাইল ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের কাছে হস্তান্তর করার সময় তিনি এ কথা বলেন।

লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রনালয়ের সচিব মেসবাউল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহা পরিচালক আব্দুল জলিল, রংপুর বিভাগীয় কমিশনার (রাজস্ব) মিনু শীল। অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন পাটগ্রাম নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম। আরও উপস্থিত ছিলেন পাটগ্রাম সহকারী কমিশনার (ভূমি) টিএম মোমিন।

অনুষ্ঠানে লালমনিরহাট ও নীলফামারী জেলার বিলুপ্ত ছিটমহলসমূহের কলমী নকশা ও মালিকানার হালনাগাদ তথ্য ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের নিকট হস্তান্তর করা হয়েছে।

রবিউল হাসান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।