সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যান হলেন বিদিশা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৭ পিএম, ০৯ মে ২০২২

সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যান হলেন প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকী।

রোববার (৮ মে) জোটের মুখপাত্র শেখ মুস্তাফিজুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জোটের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত মিলাদ অনুষ্ঠানে জোটের চেয়ারম্যান হিসেবে বিদিশার নাম প্রস্তাব করা হয়েছিল। পরে জোটের সভায় চেয়ারম্যান হিসেবে বিদিশাকে মনোনীত করা হয়।

হুসেইন মুহম্মদ এরশাদের উদ্যোগে গঠিত হয় সম্মিলিত জাতীয় জোট। তিনি এ জোটের চেয়ারম্যান ছিলেন। এরশাদের মৃত্যুর পর পদটি শূন্য হয়।

ইএআর/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।