আ.লীগ জাতিকে কিছু দিতে পারে


প্রকাশিত: ০৯:১৭ এএম, ১৯ জানুয়ারি ২০১৬

আওয়ামী লীগ ক্ষমতায় এলে জাতিকে কিছু দিতে পারে। আর অন্যরা এলে জাতিকে না দিয়ে আখের গোছায়। সোমবার সন্ধ্যায় মঠবাড়িয়া শহরের শহীদ মোস্তাফা খেলার মাঠে ছাত্রলীগ আয়োজিত এক সংবর্ধনা সভায় প্রধান অতিথি পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল তার বক্তব্যে এ কথা বলেছেন।

ঢাকা মহানগর ছাত্রলীগের (দক্ষিণ) সভাপতি বায়জিদ আহমেদ খানের মঠবাড়িয়ায় শুভাগমন উপলক্ষে সংবর্ধনা দিয়েছে মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ, প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।

মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. হাকিম হাওলাদার, জেলা আ.লীগ সহ-সভাপতি এ.কে.এম.এ সেলিম মিয়া, সহ-সভাপতি ডা. নজরুল ইসলাম, মঠবাড়িয়ার পৌরসভার মেয়র ও উপজেলা আ.লীগ সভাপতি আলহাজ্ব রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান ও আ.লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক আশরাফুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক তাজউদ্দিন আহমেদ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, বাংলাদেশ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নাদিম প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিফাত।

সংবর্ধনা অনুষ্ঠানে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএমএ আউয়াল বলেন, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ আজ উন্নতির চরম শিখরে দ্রুত আরোহন করছে। সকল উন্নয়ন সূচকে বাংলাদেশের অগ্রগতি বিশ্ব নেতৃবৃন্দকে অবাক করে দিয়েছে। ছাত্রলীগ নেতাকর্মীদের সকল লোভ লালসার ঊর্ধ্বে উঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রকৃত সৈনিক হবার আহ্বান জানান।

সভাস্থলে উপস্থিত শত শত ছাত্রলীগ, যুবলীগ কর্মীবৃন্দ এবং কয়েক হাজার জনতার জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে সমগ্র এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে চ্যানেল আইয়ের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

হাসান মামুন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।