বরিশালে ৮০ মণ জাটকা জব্দ


প্রকাশিত: ০৯:০১ এএম, ১৯ জানুয়ারি ২০১৬
ফাইল ছবি

বরিশালের মেহেন্দীগঞ্জের লালখারাবাদ এলাকা সংলগ্ন মেঘনা নদী থেকে ৮০ মণ জাটকা ইলিশসহ ৪ জনকে আটক করে ৫ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বেলা ১১টার দিকে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক নির্বাহী ম্যাজিসেট্রট কল্যাণ চৌধুরী প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।

জরিমানা করা ব্যক্তিরা হলেন- মেহেন্দীগঞ্জের উলানিয়া এলাকার সবুজ জমাদ্দার, হাবিব জমাদ্দার, মো. শাহীন ও আ. রহমান।

জেলা মৎস্য কর্মকর্তা  (ইলিশ) বিমল চন্দ্র বলেন, নৌ পুলিশের সহায়তায় সোমবার দিবাগত মধ্যরাতে তারা মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৮০ মণ জাটকাসহ ৪ জনকে আটক করে। আটকদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। উদ্ধার করা জাটকা এতিম ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

সাইফ আমীন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।