টি-টোয়েন্টি খেলতেই পছন্দ করেন মোসাদ্দেক


প্রকাশিত: ১১:৫৮ এএম, ১৮ জানুয়ারি ২০১৬
ফাইল ছবি

ঘরোয়া ক্রিকেটে, বিশেষ করে বড় দৈর্ঘ্যের ম্যাচে পরীক্ষিত নাম মোসাদ্দেক হোসেন সৈকত। গত বছর জাতীয় লিগে তিনটি ডাবল সেঞ্চুরি মেরেছেন তিনি। সে তুলনায় সীমিত ওভারের ম্যাচে তেমন ভালো করতে পারেননি। অথচ প্রথমবারের মত জাতীয় দলে জায়গা হয়েছে তার টি-টিয়েন্টিতে। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে সুযোগ পেয়েই মোসাদ্দেক জানালেন অন্য কথা। টি-টোয়েন্টি খেলতেই না কি পচ্ছন্দ করেন এই নবীন।

সোমবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সৈকত বলেন, ‘আমি ওয়ানডে এবং টি-টোয়েন্টিটা খেলতেই বেশি পছন্দ করি। এ দিক থেকে আমি আত্মবিশ্বাসী যে, প্রথমেই টি-টোয়েন্টি খেলতে পারতেছি।’

‘লংঙ্গার ভার্সনে খেলার আগে আমি ওয়ানডে ফরম্যাটই বেশি খেলেছি। অনূর্ধ্ব-১৯ এর হয়ে খেলেছি, প্রিমিয়ার লিগে খেলেছি। আমার স্ট্রাইক রেট বলে যে, ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে ভালো করবো, ইনশাল্লাহ। ইনজুরির পর আমি লংঙ্গার ভার্সনে বেশি সুযোগ পেয়েছি। তখন ওয়ানডে বা টি-টোয়েন্টি খুব একটা ছিল না। তখন ওটাই আমাকে খেলতে হয়েছে। এখন আমার সামনে আছে টি-টোয়েন্টি। এখন এটা নিয়েই চিন্তা করছি।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেকে তেমনভাবে মেলে ধরতে পারেননি মোসাদ্দেক। টি-টোয়েন্টিতে একটু বেশি আক্রমণাত্মক খেলতে হয়। এই সিরিজে কেমন খেলবেন জানতে চাইলে তিনি বলেন, ‘বিপিএলের সময় উইকেটটা একটু ঝামেলা ছিল বলে আমার মনে হয়। আন্তর্জাতিক ম্যাচে তেমনটা থাকবে না। উইকেট ভালো থাকলে ব্যাটসম্যানের জন্য খেলা সহজ হয়ে যায়। আমি পজিটিভ আছি, উইকেট ভালো আছে, নিজের সেরাটাই দেয়ার চেষ্টা করবো।’

‘খেলার পারফরমেন্স আসলে খেলার মাঠেই দেয়া ভালো। সেটা মাঠেই দেখা যাবে কি করতে পারবো। কিছু খেলোয়াড় এদিক ওদিক হচ্ছে, তাই আমি যদি সুযোগ পাই নিজের ভালোটা করার চেষ্টা করবো।’

বাংলাদেশ দল খুব ভালো অবস্থানে আছে বলে জানান মোসাদ্দেক। দুটি ম্যাচ জিতে প্রচণ্ড আত্মবিশ্বাসী মোসাদ্দেক জিততে চান সবগুলো ম্যাচ। এছাড়াও ব্যক্তিগতভাবে নাসির হোসেনকে আইডল ভাবেন এই তরুণ। চলতি সিরিজে খেলার সুযোগ পেলে নিজের সেরাটা দিয়েই প্রমাণ করবেন টি-টোয়েন্টিতেও ভালো খেলোয়াড় বলে জানান তিনি।

আরটি/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।