আবারো ইনজুরিতে মেসি


প্রকাশিত: ০৪:০২ এএম, ১৮ জানুয়ারি ২০১৬

একটা সময় ছিল যখন সবার বিস্ময় ছিল লিওনেল মেসির ফিটনেস। সবাই অবাক হয়ে ভাবত, খেলোয়াড়দের চিরশত্রু ইনজুরিকে কীভাবে কাঁচকলা দেখিয়ে খেলে চলেছেন মেসি! এখন বিস্ময়টা ঠিক উল্টো। সবাই অবাক, কী এমন হলো যে এভাবে বারবার ইনজুরিতে পড়ছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা।

লা লিগায় রোববার রাতে অ্যাটলেটিকো বিলবাওকে ৬-০ গোলে হারিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। তবে বড় জয়েও অবশ্য স্বস্তিতে থাকার উপায় নেই বার্সার। কারণ, আবারও হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি। ইনজুরির কারণে বিরতির পর আর মাঠে নামেননি পঞ্চমবারের মত ব্যালন ডি`অর জেতা মেসি।  

বার্সেলোনা ক্লাবের ওয়েবসাইট নিশ্চিত করেছে, মেসি তার মাংশপেশিতে আঘাত পেয়েছেন। আর সোমবার পরীক্ষা-নিরীক্ষার পর ওই চোটের বিস্তারিত বিষয় জানানো হবে। বার্সেলোনা কোচ লুইস এনরিকে বলেন, মেসি মাংশপেশিতে ব্যথা অনুভব করায় বিরতির পর তাকে আর মাঠে নামানো হয়নি। সে আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সামনে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। তাই তাকে নিয়ে কোন রিস্ক নিতে চাইনি।

উল্লেখ্য, চলতি মৌসুমে এর আগেও ইনজুরিতে পড়ে পাঁচ ম্যাচ মাঠে নামেননি।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।