শেখ হাসিনার নেতৃত্বে গোটা জাতি ঐক্যবদ্ধ : তারানা


প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ১৭ জানুয়ারি ২০১৬

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। তাই প্রবাসীদেরকেও ঐক্য গড়তে হবে।

রোববার মালয়েশিয়ায় স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় কুয়ালালামপুরের হোটেল ডাইনেষ্টির হলরোমে  মালয়েশিয়া আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।  

তারানা হালিম বলেন, একাত্তরের পরাজিত শত্রু এবং তাদের পৃষ্ঠপোষকরা এখনও দেশে-বিদেশে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। সুদূর প্রবাসেও ওরা কাড়ি কাড়ি অর্থ ব্যয় করছে বিদেশিদের বিভ্রান্ত করার জন্য। এ ব্যাপারে প্রবাসীদের সজাগ থাকতে হবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে দেশ এখন স্বয়ংসম্পূর্ণ। দেশ এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাই বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি।

মালয়েশিয়া আওয়ামীলীগের আহবায়ক মো. রেজাউল করিম রেজার  সভাপতিত্বে ও মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক শাহীন সরদারের  পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক আব্দুল মজিদ এবং উপ কমিটির সহসম্পাদক জামিল হোসাইন নাসির। এছাড়া মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন মুকুল, যুগ্ন আহবায়ক ওহিদুর রহমান অহিদ, কামরুজ্জামান কামাল, মুক্তিযোদ্বা কমান্ডার দেলোয়ার হোসেন মজনু, মুক্তিযোদ্বা শওকত হোসেন পান্না, আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক রাশেদ বাদল, মাহতাব খন্দকার, মালয়েশিয়া আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান মনির, জহুর বারু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম আমিন, ক্যামেরুন হাইল্যান্ড আওয়ামী লীগের সভাপতি বিল্লাল হোসেন, মালয়েশিয়া যুবলীগের আহবায়ক তাজকির আহমেদ, মালয়েশিয়া সেচ্ছাসেবক লীগের সভাপতি বিএম বাবুল হাসান, মালয়েশিয়া শ্রমিক লীগের আহবায়ক সোহেল বিন রানা, মালয়েশিয়া ছাত্র লীগের যুগ্ন আহবায়ক ওয়াসিম ওয়াজেদ প্রমূখ।

এফএইচ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।