আল-আকসায় ইসরায়েলি হামলার নিন্দা হেফাজতের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২২ পিএম, ১৬ এপ্রিল ২০২২

জেরুসালেমে মুসলমানদের পবিত্র স্থান মসজিদুল আকসায় ফিলিস্তিনি রোজাদার মুসল্লিদের ওপর ইসরায়েল বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম।

শনিবার (১৬ এপ্রিল) হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমানের এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।

বিজ্ঞাপন

হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী সই করা বিবৃতিতে তারা বলেন, পবিত্র কুদস দিবসে মুসলমানদের প্রথম কিবলা আল-আকসায় মুসল্লিদের ওপর ইসরায়েলি হানাদার বাহিনীর বর্বর হামলা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এ ঘটনা সারা বিশ্বের মুসলিম নাগরিকদের অনুভূতিতে তীব্রভাবে আঘাত করেছে।

বিবৃতিতে হেফাজতের শীর্ষ দুই নেতা বলেন, আমরা ইসরায়েলি হামলায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি। ফিলিস্তিনসহ সারা বিশ্বের যেখানে এ জাতীয় ঘটনা ঘটছে, সেগুলো বন্ধে দ্রুত ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসএম/আরএডি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।