আন্তর্জাতিকবিষয়ক সম্পাদকের পদ থেকে নির্বাহী কমিটিতে মিলন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ০৭ এপ্রিল ২০২২
এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদকের পদ থেকে আ ন ম এহছানুল হক মিলনকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে নতুন পদে দায়িত্ব দেওয়ার তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আহমেদ আলী মুকিবকে আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য মোহাম্মদ রাশেদুল হককে জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক করা হয়েছে। এছাড়া আ ন ম এহছানুল হক মিলন দলের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি-জামায়াত জোট সরকারের তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন দীর্ঘদিন দলের কার্যক্রমে নিষ্ক্রিয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসন থেকে মনোনয়নবঞ্চিত হন তিনি। এরপর থেকেই দলের হাইকমান্ডের সঙ্গে তার দূরত্ব সৃষ্টি হয়। সার্বিক দিক বিবেচনায় তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কেএইচ/এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।