জয়পুরহাটে সরিষার বাম্পার ফলন


প্রকাশিত: ০৬:৫৭ এএম, ১৬ জানুয়ারি ২০১৬

জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় সরিষার ব্যাপক চাষ হয়েছে। যেদিকে চোখ যায় শুধু হলুদ আর হলুদ। মৌমাছিদের গুনগুন শব্দে এখন মুখরিত সরিষার মাঠগুলো।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, জেলায় চলতি রবি ফসল উৎপাদন কর্মসূচির আওতায় ১১ হাজার ৬৪০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জয়পুরহাট সদর উপজেলায় ৩ হাজার ৫শ হেক্টর, পাঁচবিবিতে ৪ হাজার ৫শ হেক্টর, আক্কেলপুরে ১ হাজার ৬শ হেক্টর, কালাই উপজেলায় ৪৪০ হেক্টর ও ক্ষেতলাল উপজেলায় ১ হাজার ৬শ হেক্টর। এতে ১৩ হাজার ৭৩৫ মেট্রিক টন সরিষা উৎপাদন হবে বলে কৃষি বিভাগ আশা প্রকাশ করেছেন।

জয়পুরহাট সদর উপজেলার ধাড়কি এলাকার উজ্জ্বল কুমার মন্ডল বলেন, এবার ২ বিঘা জমিতে সরিষার চাষ করেছেন। আবহাওয়া ভালো থাকায় বাম্পার ফলনের আশা করছেন তিনি।

Shoresha

এছাড়াও সরিষা চাষি পাঁচবিবি উপজেলার কড়িয়া গ্রামের আবুল বাশার, কালাই উপজেলার হাতিয়র গ্রামের রুহুল আমিন, ক্ষেতলাল উপজেলার কানাইপুকুর গ্রামের আব্দুল হাকিম ও আক্কেলপুর উপজেলার রোয়ার গ্রামের আবুল কালাম জানান, অন্যান্য ফসলের তুলনায় সরিষা চাষে খরচ কম। ফলে লাভ বেশি হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক এ জেড এম ছাব্বির ইবনে জাহান বলেন, উৎপাদন খরচ তুলনামূলক কম ও দাম ভালো পাওয়ায় সরিষা চাষে কৃষক পর্যায়ে ব্যাপক সাড়া পড়েছে। ইতোমধ্যে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। আবহাওয়া সরিষা চাষের উপযোগী হওয়ায় গত বছরের মতো এবারও সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

রাশেদুজ্জামান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।