সুবর্ণজয়ন্তীর বাকি কর্মসূচি ঈদের পর পালন করবে বিএনপি
করোনা মহামারির কারণে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর যে সব কর্মসূচি বাদ পড়েছে ঈদের পর তা পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
মঙ্গলবার (৫ এপ্রিল) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে সোমবার (৪ এপ্রিল) বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে যে সব কর্মসূচি করোনাকালে করা সম্ভব হয় নি, সে সব ঈদের পরে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সুবর্ণজয়ন্তী উদযাপনের জাতীয় কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফকে অনুরোধ করা হয়।
সভায় সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীর গুমের ১০ বছর অতিক্রম করার বিষয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত হয় ইলিয়াস আলীসহ সব গুম হয়ে যাওয়া নেতা-কর্মীদের স্মরণে ঢাকা ও সংশ্লিষ্ট জেলা শহরে আলোচনা সভার অনুষ্ঠান করা হবে। এ বিষয়ে মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট আসাদ্জ্জুামানকে যথাযথ ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেওয়া হয়।
কেএইচ/একেআর/এএসএম