জিম্বাবুয়ে সিরিজে কো-স্পন্সর প্রাণ আপ


প্রকাশিত: ০৩:৪০ পিএম, ১৪ জানুয়ারি ২০১৬

দেশের শীর্ষস্থানীয় কোম্পানি প্রাণ আরএফএল গ্রুপের পানীয় প্রাণ আপ আগে থেকেই যুক্ত হয়েছে ক্রিকেটের সঙ্গে। গত নভেম্বরেই জিম্বাবুয়ে সিরিজের টাইটেল স্পন্সর ছিল প্রাণ আপ। প্রাণের আরেকটি পণ্য প্রাণ ফ্রুটো গত বছর পাকিস্তান সিরিজের সময়ই টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছিল। ফ্রাঞ্চাইজিভিত্তিক জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলে পানীয় স্পন্সর ছিল প্রাণ আপ।

এবার খুলনায় অনুষ্ঠিতব্য জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের যদিও টাইটেল স্পন্সর ওয়ালটন গ্রুপ। তবে, প্রাণ-আপ ক্রিকেট থেকে নিজেদের সরিয়ে রাখেনি এবারও। এই সিরিজেও যুক্ত রয়েছে বেভারেজ প্রতিষ্ঠানটি। এবার তারা কো-স্পন্সর।

প্রাণ বেভারেজ লিমিটেডের ক্যাটাগরি ম্যানেজার মনিরুল ইসলাম জাগো নিউজকে জানান, ক্রিকেটের সঙ্গে অতীতেও ছিল প্রাণ আপ। এবারও থাকছে, ভবিষ্যতেও থাকবে। ক্রিকেটের উন্নয়নে আমরা অংশীদার হতে চাই। এ কারণেই টাইটেল স্পন্সর না হলেও, কো-স্পন্সর হিসেবে এই সিরিজের সঙ্গে আমরা যুক্ত হয়েছি।’

তিনি আরও বলেন, ‘ক্রিকেট যেমন বাংলাদেশকে বহির্বিশ্বে তুলে ধরছে, প্রাণ-আপও সেভাবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারছে বিশ্বের প্রায় ২০টি দেশে। ক্রিকেটের সঙ্গে প্রাণ-আপের এই যুগলবন্দী- আশা করি আমাদের লক্ষ্যকে আরও এগিয়ে নিয়ে যাবে।’

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।